বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনো দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। নির্বাচন অনেক আগেই হতে পারতো, কিন্তু আমার মনে হয় বিএনপিকে ঠেকানোর জন্যই ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে আফসার আহম্মদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমার কাছে মনে হয়, নির্বাচন অনেক আগেই—প্রায় তিন মাসের মধ্যেই হতে পারতো। আমার বিবেচনায় মনে হয়েছে, বিএনপিকে ঠেকানোর জন্যই নির্বাচনটি অযথা বিলম্বিত করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচনের সময় পিছিয়ে গেছে। তবে এ নির্বাচন যখনই হোক না কেন,...