এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে শুরুটা বেশ সতর্কই ছিল বাংলাদেশের। হংকংয়ের মাঠে ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুঁজছিল ছন্দ, তবে গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের মাঝামাঝি এসে হঠাৎই বদলে গেল ম্যাচের দৃশ্যপট।বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের এক আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সের ভেতর ফার্নান্দোকে ফাউল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী। সঙ্গে সঙ্গেই রেফারি নির্দেশ দেন পেনাল্টির, আর দেখান হলুদ কার্ডও। সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি ম্যাথিউ ওর—স্পট কিক থেকে জালের দেখা পেয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।এরপর গোল খেয়ে কিছুটা খেই হারায় বাংলাদেশ। ম্যাচে আক্রমণে চাপ বাড়ায় হংকং, বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। এর আগে ২৬ মিনিটে ফ্রি-কিক থেকে একটি সুযোগ পেয়েছিল তারা, যদিও বাংলাদেশের ডিফেন্ডাররা বিপদ সামলেছিলেন নিখুঁতভাবে।প্রথম লেগে ঢাকায় হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে শুরু করেছিল বাংলাদেশ।...