ভূমি মালিকদের জন্য সুখবর এনেছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চালু হওয়া এই নতুন রেকর্ড ব্যবস্থা এখন দেশের সর্বশেষ ও সবচেয়ে নির্ভুল ভূমি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন—যাদের দলিল-খতিয়ান আছে কিন্তু জমি বেদখল, তারা কি বিডিএস রেকর্ডে মালিকানা পাবেন? সরকার জানিয়েছে, বিডিএস রেকর্ডে আর কোনো ভুল বা ত্রুটি থাকবে না। যারা প্রকৃত মালিক— কেবল তাদেরই নামে রেকর্ড হবে। তবে, শুধু দলিল থাকলেই হবে না; জমিরদখলথাকতে হবে এবং মালিকানারসঠিক কাগজপত্রউপস্থাপন করতে হবে। যারা জবর দখল করে রেখেছে, কিন্তু বৈধ দলিল দেখাতে পারবে না, তাদের ‘অবৈধ দখলকারী’ হিসেবে গণ্য করা হবে। যদি আপনার জমি সম্প্রতি (দুই মাসের মধ্যে) বেদখল হয়ে থাকে, তাহলে আপনিফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারাঅনুযায়ী স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করে...