ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন হবে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর)। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপসের কথোপকথনসহ কয়েকটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। সেই সঙ্গে এ মামলায় সাক্ষ্য দেওয়া বিভিন্ন সাক্ষীর বর্ণনা উপস্থাপন ও জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে পদ্ধতিগতভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যোগসূত্র তুলে ধরা হয়। এরপর ট্রাইব্যুনাল আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পরবর্তী দিন ধার্য করেন। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন করা হয়। ওই দিন বেশ...