জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া, দুর্নীতি এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে শরণখোলা থেকে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এই বদলির খবর ছড়িয়ে পড়ার পর শরণখোলা উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের মে মাসে শরণখোলায় যোগদানের পর থেকেই সুদীপ্ত কুমার সিংহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া এবং অফিসে শেখ হাসিনার লেখা বইপত্র সংরক্ষণের মতো অভিযোগ রয়েছে। এছাড়াও, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজিসহ...