গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা হাব স্থাপনে ১৫ বিলিয়ন ডলার (প্রায় ১১.২৯ বিলিয়ন পাউন্ড) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান বলেন, এটি যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সবচেয়ে বড় এআই হাব হতে যাচ্ছে। ভারতে গুগল এত বড় বিনিয়োগ আগে কখনও করেনি। বিনিয়োগের পুরো পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। এই ডেটা হাবটি অন্ধ্র প্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনমে স্থাপন করা হবে। এটি গুগলের বৈশ্বিক এআই কেন্দ্রগুলোর নেটওয়ার্কের অংশ, যা বর্তমানে ১২টি দেশে বিস্তৃত। অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে বলেছেন, এই কেন্দ্রের মাধ্যমে ভারতের ব্যবসা ও ব্যবহারকারীরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। এটি দেশের এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং অর্থনীতিতে...