দিনাজপুরের বিরামপুর উপজেলায় শুরু হয়েছে শীতকালীন আগাম সবজি চাষ। উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা এখন জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সবুজে ছেয়ে গেছে মাঠ; আগাম পাতাকপি ও ফুলকপি চাষে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ অর্থনীতি। শীতকালীন আগাম সবজি চাষ এখন বিরামপুরের কৃষকদের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়া, জমির উর্বরতা ও কৃষি বিভাগের নিবিড় তদারকির কারণে এ অঞ্চলের কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি দেশের সবজি বাজারেও বিরামপুরের নাম ছড়িয়ে পড়ছে প্রতিদিন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুুমে বিরামপুর উপজেলায় প্রায় ১২৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ হেক্টর জমিতে পাতাকপি এবং ৪৫ হেক্টর জমিতে ফুলকপি রোপণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ১৫৬ হেক্টর জমিতে বেগুন, টমেটো, মুলা ও শিমসহ অন্যান্য...