প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও) এ বাংলাদেশ দলের শিক্ষার্থীরা দুইটি রূপা ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার কেদাহ প্রদেশের রাজধানী আলোর সেতারে আইএমএসও-এর সমাপনী অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। ৫-৯ অক্টোবর পর্যন্ত আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ২৩টি দেশের প্রায় চার শতাধিক প্রাথমিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিজিৎ সাহা গণিতে এবং মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান বিজ্ঞানে রৌপ্য পদক অর্জন করেছে। এছাড়া, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ নাবি হোসেন ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান অথই, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে...