মঙ্গলবার বিকালে তিনি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, প্রাণহানির এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, আমরা এই সমাজেরই অংশ—এই মানুষগুলোর কষ্ট আমাদেরও কাঁদায়। দল-মতের ঊর্ধ্বে উঠে আজকে এই দুঃখ ভাগ করে নিতে এসেছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা এড়ানো যায়, তার জন্য এলাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার।’ ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এর আগে দুপুরে ফায়ার সার্ভিস জানায়— অগ্নিকান্ডের পর ভবনের দ্বিতীয়তলায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বিএনপি নেতা সাজুর আহ্বানে ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা দুর্ঘটনাস্থলে...