আজকাল ইমেইল, অ্যাপ বা ওয়েবসাইট—প্রতিটিতেই আলাদা পাসওয়ার্ড রাখতে হয়। এসব মনে রাখা সত্যিই কঠিন! ভুলে গেলে আবার Forgot Password ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্তি দিতে এসেছে Google Password Manager — একবার চালু করলেই সব পাসওয়ার্ড থাকবে আপনার গুগল অ্যাকাউন্টে নিরাপদে, স্বয়ংক্রিয়ভাবে সেভ ও অটো-ফিল হবে যেকোনো ডিভাইসে। Google Password Manager আপনার পাসওয়ার্ডগুলো গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করে রাখে। এরপর যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) পাসওয়ার্ড পূরণ করে দেয়। এখন গুগল নিজে থেকেই জিজ্ঞেস করবে— পাসওয়ার্ড সেভ করতে চান কি না। এখন থেকে আপনার পাসওয়ার্ড গুগলেই সেভ থাকবে এবং গুগল অ্যাকাউন্টে লগইন করা যেকোনো ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে অটো-ফিল হবে। ফোনে: Settings →...