প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি একেবারেই লণ্ডভণ্ড ছিল। যদি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স না আসতো, তাহলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে যেত। মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার সময় কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থ বা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করার সামর্থ্য ছিল না। কোথা থেকে শুরু করব, বুঝতেই পারছিলাম না। তখন প্রবাসীদের রেমিট্যান্স আমাদের জন্য এক শক্তির উৎস হয়ে দাঁড়ায়।” তিনি আরও বলেন, ইতালিতে বাংলাদেশিদের বিষয়ে কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। দেশটি অভিযোগ করেছে, বাংলাদেশিরা যেকোনো দেশে গেলে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি করে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউরের সঙ্গে...