সমীকরণ আগে থেকেই জানা ছিল, পয়েন্ট খোয়ালেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভেঙে যাবে। হামজা চৌধুরী, শমিত সোমদের হাত ধরে ৪৫ বছর পর যে স্বপ্নটি দেখেছিল বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে অগ্নিপরীক্ষায় পাস মার্ক পেয়েছেন হামজারা। ঘরের মাঠে ৪-৩ গোলে যাদের কাছে হেরেছিল তাদেরেই মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কিন্তু তার পরও আরেকবার হতাশায় ডুব দিতে হচ্ছে দেশের ফুটবল ভক্তদের। চার ম্যাচের মধ্যে পরের মাঠে দুটি ড্র করলেও ঘরের মাঠে দুই হারে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা মিলিয়ে গেছে। আজ হংকংয়ের সঙ্গে ড্র করার পরও তাই শেষ হয়ে গেছে ১৯৮০ সালের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা। ৩৫ মিনিটে...