ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত। গত মাসের শেষের দিকে এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই শিল্পী, নির্মাতা, প্রযোজক থেকে শুরু করে ভক্তের হৃদয়ে নেমে আসে উদ্বেগের ছায়া। এ সংবাদে মন খারাপ দেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের। প্রিয় সহশিল্পীর অসুস্থতার খবর শুনে সামাজিক মাধ্যমে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) শাবনূর লিখেছেন, ‘‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন। মানুষের তরে নিবেদিত প্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।” তিনি আরও যোগ করেন, “তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও...