অপটিক্যাল ইলিউশন—এই শব্দটি শুনলেই যেন চোখ আর মস্তিষ্কের মধ্যে লুকোচুরি খেলার দৃশ্য চোখে ভাসে। রঙ, রেখা, ছায়া আর কোণের চাতুর্যের সমন্বয়ে তৈরি এই ভিজ্যুয়াল ধাঁধাগুলি আমাদের দৃষ্টিবিভ্রমে ফেলে দেয়। যা আমরা দেখি, সেটাই সত্যি—এমনটা অনেক সময় মনে হলেও আসলে তা নয়। আর এখানেই এই খেলার মজা ও চ্যালেঞ্জ! সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক মজার অপটিক্যাল ইলিউশন ধাঁধা, যা নেটিজেনদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে। বলা হচ্ছে,মাত্র ১৯ সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে ছবির মধ্যে লুকিয়ে থাকা সংখ্যা ‘২৯’। ছবিটিতে দেখা যায় গুহার মতো সাইকেডেলিক একটি প্যাটার্ন, যেখানে বিভিন্ন রেখা, ছায়া এবং বৃত্তাকার ঘূর্ণন একে অপরের সঙ্গে মিশে গেছে। এর মধ্যেই চতুরভাবে লুকিয়ে রাখা হয়েছে সংখ্যা ২৯। কিন্তু এই সংখ্যা চোখে ধরা দেবে না যদি মনোযোগ না থাকে! চ্যালেঞ্জটি...