সব শিশুর হাতের লেখাই যে সুন্দর হয়, তা নয়। কিন্তু একটু সচেতন প্রচেষ্টা ও নিয়মিত অনুশীলনে শিশুর হাতের লেখা হতে পারে ঝরঝরে, স্পষ্ট ও দৃষ্টিনন্দন। ভাষার যেমন ছন্দ আছে, তেমনি লেখারও রয়েছে নিজস্ব ছন্দ—যাকে বলা হয় অক্ষরছন্দ। এই ছন্দে হাতের লেখাকে গড়ে তুলতে হলে শুরুটা হতে হবে একেবারে প্রথম থেকেই। শিশু যখন প্রথম অক্ষর লেখা শিখছে, তখন থেকেই তাকে স্পষ্ট করে অক্ষর লেখা শেখাতে হবে চাই সেটা বাংলা স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ হোক বা ইংরেজি অ্যালফাবেট। শিক্ষক বা অভিভাবক যদি নিজের লেখা স্পষ্ট না রাখেন, শিশু স্বাভাবিকভাবেই বিকৃত অক্ষর অনুকরণ করবে। যখন শিশু শব্দ লেখা শিখবে, তখন প্রতিটি অক্ষর যেন পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তা নিশ্চিত করুন। ইংরেজি শেখার ক্ষেত্রে ছোট ও বড় হাতের অক্ষরের পার্থক্য বোঝানো খুব জরুরি। শুরুতে ফোর-লাইনার কপি ব্যবহার করানো...