বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের নভেম্বরে গণভোটের দাবি ‘অন্যকোনো মাস্টার প্ল্যান’ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গণভোট নভেম্বরে করার পেছনে আপনাদের অন্যকোনো মাস্টার প্ল্যান আছে কিনা? যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন। অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তি তর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐকমত্যে এসেছেন। সেই ক্ষেত্রে একটা শর্ত দিয়ে এখানে একটা বিশৃঙ্খল তৈরি করা, জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজ সাধ্য হবে, যে কাজটি ভোটারদের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটি করতে সবাই...