আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখা সূত্র জানা গেছে আগামী ২০ অক্টোবর দুর্নীতির মামলায় আসামি তাজবীরকে গ্রেপ্তার দেখানোসংক্রান্ত বিষয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে শুনানি হবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। শনিবার (৪ অক্টোবর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ওইদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ১৪ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।তুরস্কে যাওয়ার পথে তাজবীরকে আটক করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট নিয়েছেন। গোয়েন্দা তথ্য মতে, তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী। সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়,...