চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির চাপায় সিএনজি অটোরিকশা চালক নুর মোস্তাফা (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোস্তাফা মিরসরাই উপজেলার সায়েরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত শফিকুল আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে। চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সিএনজি চালক...