আগামী নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির বলেছেন, আগামী নির্বাচনকে পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই কালক্ষেপণ না করে জামায়াতের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিন বাজার) পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যাত্রাবাড়ী অংশে যোগ দিয়ে প্রধান অতিথির...