খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন ও ভগ্নিপতির ওপর হামলার করে তাদের আহত করেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিরোধে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। গাজীপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। পরিবারের প্রতিরোধে প্রাণ হারিয়েছেন খায়রুল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ড আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে নেশাগ্রস্ত খায়রুল তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকালে সেই জমি মাপজোক করতে গেলে তার বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন...