ডোনাল্ড ট্রাম্প মনে করেন না যে তিনি স্বর্গে যেতে পারবেন। গাজায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইল ভ্রমণের সময় এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল ১২ অক্টোবর, ট্রাম্প যখন এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন ফক্স নিউজের পিটার ডুসি জিজ্ঞাসা করেন যে এই যুদ্ধবিরতি প্রেসিডেন্টকে স্বর্গে যেতে সাহায্য করবে কি না। ট্রাম্পের পূর্ববর্তী এক মন্তব্যের কথা উল্লেখ করেই প্রশ্নটি করেন তিনি। জবাবে ট্রাম্প বলেন, ‘মানে, আমি একটু কিউট। আমার মনে হয় না এমন কিছু আছে যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’ খবর ইউএসএ টুডে’র। আমার মনে হয়, আমি হয়তো স্বর্গমুখী নই… আমি নিশ্চিত না যে স্বর্গে যেতে পারব। তবে আমি অনেক মানুষের জীবন অনেক সুন্দর করে তুলেছি। এদিকে, দুর্নীতির অভিযোগে বিচারাধীন বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরাইলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান...