‘জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে’ রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি ও নিউমার্কেটের রাস্তাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন- মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মাওলানা কেরামত আলী। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থা একদলীয় শাসনকে টিকিয়ে রাখছে। এ অবস্থার পরিবর্তনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এ ব্যবস্থায় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ হয়, ফলে ছোট দল, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুরা সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। বক্তারা আরও বলেন,“ভোটার যখন ভোট দেন, তিনি চান তাঁর মতাদর্শের প্রতিফলন সংসদে ঘটুক। পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য, পেশিশক্তির প্রভাব ও রাজনৈতিক...