বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ বাঁচানো এক অসাধারণ নায়ক চলে গেলেন। অস্ট্রেলিয়ার জেমস হ্যারিসন, যিনি পরিচিত ছিলেন ‘The Man with the Golden Arm’ নামে, ৮৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর একান্ত উদারতা ও বিরল রক্তের কারণে পৃথিবীর ২০ লাখেরও বেশি নবজাতক শিশুর জীবন রক্ষা পেয়েছে। ১৯৫৪ সাল থেকে শুরু করে ৮১ বছর বয়স পর্যন্ত জেমস নিয়মিত প্লাজমা দান করতেন। তাঁর রক্তে এমন এক দুর্লভ অ্যান্টিবডি ছিল যা ব্যবহার করে তৈরি করা হতো Anti-D ওষুধ—যা নবজাতকদের প্রাণঘাতী RhD incompatibility জনিত haemolytic disease প্রতিরোধে অত্যন্ত কার্যকর। জেমস হ্যারিসনের দান করা প্লাজমা দিয়ে তৈরি হয়েছে প্রায় ২৪ লাখেরও বেশি ডোজ Anti-D ইনজেকশন, যা অসংখ্য মায়ের গর্ভে থাকা শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই মহতী অবদানের স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়া সরকার তাঁকে সম্মাননা দিয়েছে — Medal of...