শিক্ষা প্রশাসনের একাধিক দপ্তর প্রধানকে একই দিনে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে ওএসডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধানকে রংপুরে বদলি করা হয়েছে। অথচ এই দুই কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হতে বাকি ছিল। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনা নজিরবিহীন। কি কারণে তাদেরকে নির্ধারিত মেয়াদের আগে সরানো হলো তা নিয়েও গুঞ্জন চলছে। ইইডি সূত্র বলছে, সদ্য প্রধান প্রকৌশলীর পদ থেকে সরানো মো. আলতাফ হোসেনের চাকরির মেয়াদ ছিল আগামী বছরের জুন পর্যন্ত। নিয়ম অনুযায়ী এই মেয়াদ পর্যন্ত তার এই পদে দায়িত্বে থাকার কথা। কিন্তু প্রধান প্রকৌশলী পদ থেকে রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাহী প্রকৌশলী জনকণ্ঠকে বলেন, এর আগে প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব...