বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন আবারও মুখোমুখি। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে দুই দেশই একে অপরের জাহাজে অতিরিক্ত বন্দর ফি আরোপ করেছে, যা বৈশ্বিক নৌপরিবহন ও বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। এই ফি-এর আওতায় পড়ছে ছুটির খেলনা থেকে শুরু করে অপরিশোধিত তেল পর্যন্ত—সব ধরনের পণ্যবাহী জাহাজ। গত সপ্তাহে চীন বিরল খনিজ রপ্তানিতে বড় ধরনের নিয়ন্ত্রণ ঘোষণা করে এবং এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, তিনি চীনা পণ্যের ওপর শতকরা ১০০ ভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবেন। এর পর দুই পক্ষই কিছুটা সংযম দেখালেও এখন মনে হচ্ছে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধ ফের শুরু হতে যাচ্ছে। চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, পরিচালিত, নির্মিত বা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে নতুন এই বিশেষ বন্দর ফি দিতে হবে। তবে চীনে নির্মিত জাহাজগুলো এই ফি থেকে...