সোনার গয়নার প্রতি নারীদের দূর্বলতা অনেক বেশি। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, কম-বেশি সবার কাছেই থাকে সোনার গয়না। সোনার জিনিস শুধু ঘরে উঠিয়ে রাখলেই তো হলো না, নিয়ম করে সেগুলো পরিষ্কারও করতে হয়। সোনা সহজে ক্ষয় না হলেও, ময়লা হয়। সময়ের সাথে সাথে কমতে থাকে গয়নার উজ্জ্বলতা। তাই পুরোনো সোনার গয়না নতুন রূপে ফেরাতে জানতে হবে কয়েকটি কৌশল। খুব সহজ পাঁচ ফেরাতে পারেন আপনার প্রিয় গয়নার চমক। এটি সোনার গয়না পরিষ্কার করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিকুইড সাবান মেশান। এবার গয়নাগুলো ১০-১৫ মিনিটের জন্য সেই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর একটি নরম টুথব্রাশ দিয়ে আলতো করে গয়নাগুলো ঘোষে নিন, বিশেষ করে যেখানে ময়লা জমে থাকে। শেষে পরিষ্কার গরম পানি দিয়ে ধুয়ে একটি নরম কাপড়ে মুছে...