দীর্ঘ চার দশকের স্বর্ণালী সফরে এবার যতিচিহ্ন পড়তে চলেছে। ১৯৮১ সালে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান তুলে পথ চলা শুরু করেছিল এমটিভি। বিগত ৪৪ বছর ধরে বিশ্বজুড়ে রাজত্ব করেছে এই সংস্থার মিউজিক চ্যানেলগুলি। এযাবৎকাল সঙ্গীতদুনিয়ার দিকপালদের কাছে ‘এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড’ মানেই ছিল এক মহাসম্মান। তবে এবার সেই পথ চলার সমাপ্তি ঘটতে চলেছে। প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ তাদের একাধিক মিউজিক চ্যানেল বন্ধ করা হবে। তবে এমটিভি অনুরাগীদের জন্য সুখবর! কারণ নতুন বছরে এই মিউজিক চ্যানেলগুলিকে নতুন মোড়কে শ্রোতা অনুরাগীদের কাছে তুলে ধরতে চাইছেন তাঁরা। চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও মিউজিক চ্যানেলগুলি বন্ধ...