১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম রাষ্ট্রদ্রোহের মামলায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের চিহ্নিত করে ৫ মাসেরও কম সময়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। প্রতিবেদনের প্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে বিষয়টি জানান। গত ১৪ আগস্ট ওই মামলায় শেখ হাসিনাসহ মোট ২৮৬ জন আসামির বিরুদ্ধে পেনাল কোডের ১২১/১২১ক/১২৪ক ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করে সিআইডি। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।সিআইডি জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জন এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে সিআইডি। মামলা রুজুর পর সংশ্লিষ্ট ডিজিটাল...