সোমবার (১৩ অক্টোবর) রাতে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামায়াত নেতার নাম আবুল কালাম বিশ্বাস। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাস পাড়া গ্রামের বাসিন্দা। রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন আবুল কালাম বিশ্বাস। নিহতের ভগ্নিপতি খোরশেদ আলম জানিয়েছেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর...