ভুক্তভোগী দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। মোহাম্মদ উল্লাহ আমাদের বাপ-দাদার বসতভিটা ও জমি থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন। ছেলে-মেয়ে, বউ, বেটার বউ, নাতি-পুতা নিয়ে এই বসতভিটায় আমরা বসবাস করতে চাই। আমরা বাপ-দাদার ভিটা ছেড়ে যাবো কোথায়? বসতভিটা রক্ষায় আমরা প্রশাসন ও রাজনীতিবিদদের সহযোগিতা চাই। দখলকৃত জমির আরেক মালিক নড়াইলের রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী অলোক কুন্ডু বলেন, আমি ধোপাখোলা এলাকার বাসিন্দা তপন বিশ্বাসের কাছ থেকে সাড়ে ৪২ শতক জমি কিনেছি। হঠাৎ করে মোহাম্মদ উল্লাহ সন্ত্রাসী কর্মকান্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আমার জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু বলেন, দুলাল চন্দ্র বিশ্বাস ও অলোক কুন্ডুর জমি দখলের খবর শুনে ওইদিনই ঘটনাস্থলে ছুটে যাই। এছাড়া ওই এলাকার সাবেক কমিশনার জামায়াতের নেতা রজিবুল ইসলামও ঘটনাস্থলে আসেন।...