মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে পদ থেকে সরিয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। এর আগে গত ৭ অক্টোবর তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মহাপরিচালক পদে দায়িত্ব পালন তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং তিনি দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ করেন। আবেদনপত্রের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত নথিও জমা দেন তিনি। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় ৬ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশির নতুন মহাপরিচালক নিয়োগের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ও তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আবেদন আহ্বান করে। জানা গেছে, গত বছরের ডিসেম্বরে অধ্যাপক এ বি এম রেজাউল করীম অবসরে যাওয়ার পর ৩০ জানুয়ারি...