রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে প্রশাসন। নির্বাচনে হল সংসদ ও সিনেটের বিভিন্ন পদে ৮৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন কৌশল ও ছকে কাজ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। জয় পেতে মেলাচ্ছেন নানা সমীকরণ। রাকসুর বিভিন্ন প্যানেলের প্রার্থী, সাধারণ শিক্ষার্থী, দলীয় সমর্থক, সাংস্কৃতিক কর্মী ও পর্যবেক্ষক শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে রাকসুতে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে পাঁচ ফ্যাক্টর। ফ্যাক্টরগুলো হলো- বিপুলসংখ্যক অনাবাসিক ভোটার, নবীন শিক্ষার্থী, কমিউনিটি বেজড ভোটার, দলীয় প্রভাব ও ক্যাম্পাসে প্রার্থীর যোগ্যতা, পরিচিতি ও ভাবমূর্তি। এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো বিপুল সংখ্যক অনাবাসিক বা ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী শিক্ষার্থীরা। নির্বাচন কমিশনের সূত্রমতে, রাকসুর ২৮ হাজার...