যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ-হংকং ম্যাচটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এখনো সম্প্রচার করা সম্ভব হচ্ছে না, তাই সামাজিক মাধ্যমে বিষয়টির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচগুলো দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে নিয়মিত প্রচারিত হয়। তবে আজ একই সময়ে জাতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকায় তারা সে ম্যাচটি প্রচারের সিদ্ধান্ত নেয়। তাই জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের বিটিভিতে সম্প্রচারের ব্যবস্থা করে বাফুফে। আরও পড়ুনআরও পড়ুনদুই গোলে এগিয়েও জাপানে ধরাশায়ী আনচেলত্তির ব্রাজিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সম্প্রচার শুরু করা যায়নি। তাই মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাফুফে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ও হংকং, চীন এর মধ্যকার ফুটবল ম্যাচটি এখনো বাংলাদেশ...