যশোর: যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে দুটি দিশে অস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযান চলে ভোর সাড়ে ৬টা পর্যন্ত। অভিযানকালে মাগুরা গ্রামের আজহারুলের বাড়ির পাশের খড়ির (লাকড়ি) স্তুপ থেকে দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। এসময় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। ক্যাপ্টেন সানজিদ আহাম্মেদ জানান, উদ্ধার অস্ত্র অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ...