প্রিয়জনের জন্য কেউ কেউ হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা জানেন না, প্রিয় মানুষটি বেঁচে আছেন কিনা। কেবল মানুষটিকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায় এই চিত্র। ছেলের শালিকা আসমা আক্তারকে খুঁজতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন রেশমা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সকালে আগুন লাগার পর থেকেই আমরা ওর কোনও খোঁজ পাচ্ছি না। আমার ছেলে গিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজে খোঁজ করতে। এখনও পর্যন্ত আমরা ওকে (আসমা) খুঁজে পাচ্ছি না।’’ আসমা আক্তারের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। তিনি ঢাকায় তার খালার বাসায় থাকতেন বলে জানান রেশমা। মেয়ে ফারজানা আক্তারের (১৫) খোঁজে আগুনে পুড়ে যাওয়া গার্মেন্ট কারখানার সামনে এসে দাঁড়িয়ে আছেন বাবা রতন। ফারজানা ওই গার্মেন্টসে চাকরি করতেন বলে জানান রতন। তিনি বলেন, ‘‘আগুনের খবর পেয়ে আমার মেয়ের খোঁজে...