হংকংয়ের দর্শকরা গ্যালারি মাতিয়ে রেখেছেন শুরু থেকে। প্রথম দেখায় মনে হবে লাল সমুদ্র। কাই টাক স্পোর্টস পার্কের প্রায় ৫০ হাজার দর্শকের সামনে বাংলাদেশ অবশ্য খেলেছে পাল্লা দিয়ে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মুখোমুখি হয়েছে হংকংয়ের। বাঁচা-মরার ম্যাচটিতে প্রথমার্ধ শেষে হামজারা পিছিয়ে ১-০ গোলে। ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত স্বাগতিক হংকংকে রেখেছে গোল বঞ্চিত। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংকে এগিয়ে নেন দলটির অধিনায়ক ম্যাথু ওঁর। নিজেদের ডি-বক্সে হংকংয়ের ফুটবলারকে ফাউল করেন তারিক কাজী। যদিও দেখা যায়, মাঠের ঘাসে পা পিছলে নিয়ন্ত্রণ হারান তারিক। রেফারির তাতে মন গলেনি। তিনি পেনাল্টির বাঁশি বাঁজান। তারিককে দেখান লাল কার্ড। সেটপিস...