টেস্ট ক্রিকেটে তৃতীয় দিনকে বলা হয় 'মুভিং ডে', যেখানে ম্যাচের মোড় ঘুরে যায় একদিকে বা অন্যদিকে। লাহোর টেস্টের তৃতীয় দিন তেমনই হলো। দিনের শুরুতে পাকিস্তানের প্রথম ইনিংসের বিশাল স্কোরের পেছনে ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত প্রোটিয়ারা সেই ব্যবধান কমাতে পারেনি, বরং ১০০ রানেরও বেশি লিড দেয় স্বাগতিকদের। এরপর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ভালো অবস্থানে পৌঁছেছিল ৪ উইকেট ১৫০ রানে। কিন্তু মুথুস্বামী ও সায়মানের ঘূর্ণিতে ১৬৭ রানে গুটিয়ে যায়। তাই দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় তুলনামূলক কম, ২৭৭ রান। তবে বল হাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দিনের শেষ দিকে তারা দ্রুত আঘাত হানে, ফিরিয়ে দেয় অধিনায়ক এইডেন মার্করাম ও উইয়ান মুল্ডারকে। বিশেষ করে মার্করামের আউটটি আসে এক অনর্থক শট খেলার চেষ্টায়। স্পিনার নোমান আলি আবারও ছিলেন উইকেট শিকারিদের মধ্যে, ধারাবাহিকভাবে তার ঘূর্ণিতে...