১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব করা ব্রাজিল জাপানের বিপক্ষেও এগিয়ে ছিল দুই গোলে। আরেকটি বড় জয়ের পথেই ছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর তাদের রক্ষণ দূর্বলতার সুযোগ নিয়ে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল জাপান। ১৯ মিনিটের ব্যবধানে তারা করল তিন গোল। ইতিহাসে প্রথমবার ব্রাজিলের বিপক্ষে এশিয়ার দেশটি পেল স্মরণীয় জয়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার টোকিওতে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। ৫১মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। এরপরই খেই হারায় কার্লো আনচেলত্তির দল। দুই দলের আগের ১৩বারের দেখায় ১১বারই জিতেছিল ব্রাজিল, দটি হয়েছিল ড্র। গত মে মাসে ব্রাজিলের কোচ হয়ে আসার পর ৬ ম্যাচে আনচেলত্তির এটি দ্বিতীয় হার। আজিনোমোটো স্টেডিয়ামে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে বল দখলে অনেকটাই পিছিয়ে...