১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও একের এক এক ক্যাচ মিসে হারতে হয়েছে বাংলাদেশকে। তবু দলের লড়াকু মানসিকতার জন্য গর্বিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের বিশাখাপত্তমে সোমবার রাতে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। এরপর ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের পারফরমেন্স নিয়ে জ্যোতি বলেন, ‘শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়াই করেছে তাতে আমি সত্যিই গর্বিত। খারাপও লাগছে কারণ ড্র্রেসিংরুমে তারা কেঁদেছে। তাদের বয়স অল্প। সবারই বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারবে। আমার মনে হয় এটা আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা। যেভাবে সবাই নিজেদের ১১০ শতাংশ...