নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতারা। ইসি সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কমিশনের প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত হবে না এবং আগামী ১৯ অক্টোবরের মধ্যে দলটি বিকল্প প্রতীক বাছাই না করলে কমিশন স্বীয় উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে। সচিবের এই বক্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়েছেন এনসিপি নেতারা, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাপলা প্রতীকের পক্ষে সরব হয়েছেন এবং ইসি’র সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই। ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে তালিকা থেকে প্রতীক বাছাই করে জানাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে না জানালে ইসি স্বীয় পদ্ধতিতে দলটিকে প্রতীক বরাদ্দ দেবে। তিনি পুনরায় নিশ্চিত...