গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর রেল ক্রসিং এখন আর কেবল একটি রেলগেট নয়—এটি গাজীপুরবাসীর কাছে ‘প্রধান অন্তরায়’ এবং ‘দুঃসহ ভোগান্তির প্রতীক’। প্রতিদিন ৭২ জোড়া ট্রেন চলাচলের ফলে এই ক্রসিং এলাকায় সৃষ্টি হয় প্রতিনিয়ত দীর্ঘ যানজট। শহরের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে অসংখ্য যানবাহন। এই একটিমাত্র ক্রসিং যেন পুরো শহরের স্বাভাবিক গতি রুদ্ধ করে রাখে। রেলগেটের কাছেই অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার হাজার মানুষ জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করেন। কিন্তু রেলগেট বন্ধ হলেই কার্যত থেমে যায় শহরের মূল সড়কের সমস্ত যান চলাচল। স্থানীয়রা জানিয়েছেন, দুই যুগেরও বেশি সময় ধরে এই রেল ক্রসিং গাজীপুরবাসীর...