গত ২০ বছরে বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনে (রিহ্যাব) অভিযোগ জমা পড়েছে ১২শর বেশি। এর মধ্যে একসময়ের নামি প্রতিষ্ঠান ডোম-ইনোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ১৪২টি প্রকল্পে। এসব প্রকল্পের মধ্যে ৫৬টিতে সব ফ্ল্যাট বিক্রি করা হলেও ক্রেতাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। সম্প্রতি ডোম-ইনোর বিরুদ্ধে অন্তত ১৪টি অভিযোগ নিষ্পত্তি না হওয়ায় এবং শুনানিতে অংশ না নেওয়ায় ডোম-ইনো প্রপার্টিজ লিমিটেড, ডোম-ইনো কনস্ট্রাকশন লিমিটেড এবং ডোম-ইনো বিল্ডার্স লিমিটেড—এই তিনটি প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্যপদ হারিয়েছে। রিহ্যাবের তথ্য অনুযায়ী, ডোম-ইনোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম অনুমোদিত তিন প্রতিষ্ঠানের সঙ্গে (ডোম-ইনো প্রপার্টিজ লিমিটেড, ডোম-ইনো কনস্ট্রাকশন লিমিটেড ও ডোম-ইনো বিল্ডার্স) আরও তিনটি অঘোষিত প্রতিষ্ঠান পরিচালনা করেছেন, যেগুলো রিহ্যাবের সদস্য নয় এবং সেখানে প্রতারণার অভিযোগ রয়েছে। ডোম-ইনোর বিরুদ্ধে যে ১৪২টি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো জমা পড়েছে গত ১৫...