গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি দুইটি হত্যা মামলায় পৃথক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদী মঙ্গলবার মারা গেছেন। তার নাম- মোঃ আমিনুর (৪৬)। তিনি সিরাজগঞ্জের কামারকান্দা থানার কলেজ কোনাবাড়ি এলাকার মন্টু শেখের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার আবু নুর মোঃ রেজা জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর এলাকায় বসবাস করতেন মোঃ আমিনুর। তিনি কালিয়াকৈর থানার দুইটি পৃথক হত্যা মামলার প্রতিটিতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। ওই বছর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ স্থানান্তর করা হয়। সপ্তাহ খানেক আগে সেখান থেকে তাকে থেকে এ কারাগাওে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারের ভিতরে কাজ করার সময় হঠাৎ হাতে ব্যাথা অনুভব করেন তিনি। চিকিৎসা নিতে কারা হাসপাতালে...