মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চট্টগ্রামের চান্দগাও বাকলিয়া এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে এসব জাল মুদ্রা উদ্ধার করা হয়। আটক করা হয় তানজিব নামে এক অনলাইন ব্যবসায়ীকে। উদ্ধারকৃত জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত, ইউএস ডলার, ইউরো, দেরহাম, রিয়াল রয়েছে। র্যাব জানায়, চট্টগ্রামের আন্দরকিল্লাহ এলাকায় ছাপানো এসব মুদ্রা দারাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সিলেটে জাল বিদেশি মুদ্রা উদ্ধারের পর তার সূত্র ধরে র্যাব চট্টগ্রামে অভিযান চালায়। মহানগরীর আন্দরকিল্লা এলাকার কয়েকটি প্রেস থেকে এসব মুদ্রা ছাপানোর পর বাকলিয়া থেকে দারাজের মাধ্যমে দেশের নানা প্রান্তে বিপণন...