বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়ের পুয়ামুহুরী এলাকায় রামু ব্যাটালিয়নে (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার সময় সীমান্তের বিপি-৫৫ থেকে পশ্চিম দিকে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুজন জুমচাষি তাদের জুম ক্ষেত দেখতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়।বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত মিয়ানমারের নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) দেশটির নতুনপাড়া গ্রামের তাংলেইয়ের ছেলে।অন্যদিকে, একই ঘটনায় বাংলাদেশি নাগরিক ম্যাংসার ম্রো (৩০) গুরুতর আহত হন। তিনি আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া গ্রামের শাংওয়ান ম্রোয়ের ছেলে।চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকাবিজিবি সূত্রে আরও জানা যায়, নিহত মিয়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলেই রয়েছে। আহত বাংলাদেশি নাগরিক নিজেই সীমান্ত পার...