ইতোমধ্যে ৬টি আসনে জামায়াত ইসলামসহ বেশ কয়েকটি ইসলামী দল তাদের দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। ওই সব প্রার্থীও সভা সমাবেশের মাধ্যমে মাঠে প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন। যাচ্ছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। তার বিপরীতে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির অবস্থা ‘লেজেগোবরে’। দলটি এখনো কোনো আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনে প্রতিটি থেকে ৬ থেকে ৭ জন করে প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। এদের মধ্যে অনেকেই আছেন গত ১৬ বছর মাঠে ছিলেন না- এমন অনেক নেতা এখন সরব। তবে প্রায় সবাই সপ্তাহের শুক্র-শনিবার এ দুই দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় কর্মিসভা, আলোচনা সভাসহ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এতে দলের অভ্যন্তরে নির্বাচনি আমেজ বিরাজ করছে। অন্যদিকে সনাতন...