ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরইমধ্যে ভোটযুদ্ধে অংশ নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে জামায়াত। দিন দিন বাড়ছে তাদের কর্মতৎপরতা। কেন্দ্র থেকে প্রতিটি জেলার সাংগঠনিক টিমকে সক্রিয় করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় পর্যায়ে দলীয় সভা-সমাবেশ বাড়ানোর। এরইমধ্যে ৩০০ আসনে খসড়া প্রার্থীও চূড়ান্ত করেছে তারা। তবে অনেক আসনের প্রার্থী পরিস্থিতি বিবেচনায় পরিবর্তনও হতে পারে বলে জানাচ্ছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা...