শেরপুরের তাঁতড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তাঁতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন বলেন, যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। যুবসমাজ একটি দেশের মেরুদণ্ড। তাদের শক্তি, উদ্দীপনা এবং সঠিক নির্দেশনা একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের যুবসমাজ যদি শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে অবসাদগ্রস্ত এবং ভুল পথে চালিত হয়, তবে তা দেশের জন্য ক্ষতিকর। স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।কুসুম্বি ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুম্বি ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ফিরোজ আহমেদ, যুবদল নেতা রাব্বি হাসান...