আবারও রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সংরক্ষিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ অক্টোবরেরে মধ্যে প্রতীক বাছাই না করলে এনসিপিকে নিজ উদ্যোগে প্রতীক বেছে দেবে ইসি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। শাপলা প্রতীকে বিষয়ে আখতার আহমেদ বলেন, এনসিপি প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান হচ্ছে, যেহেতু ইসির বিধিমালায় এটা নেই, তাই এটা দেওয়ার সুযোগ নেই। আমরা উনাদের (এনসিপি) চিঠি দিয়েছি। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। যদি ১৯ তারিখের মধ্যে তারা (এনসিপি) এটা না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নিলে নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনে...