রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ও কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী। ফায়ার সার্ভিস জানায়, প্রথমে বিকেলের দিকে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে পরে সন্ধ্যার পর আরো সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। অন্যদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ বিষয়ে বলেন, রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছে সিআইডির ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা। এদিকে সন্ধ্যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, গারমেন্টসের ভেতর থেকে...